1. admin@dailyfulbariasangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪, ০৬:২৫ পূর্বাহ্ন

কবিতা: রক্তঝরা ডিসেম্বর- আসিফ রানা সোহাগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪ বার পঠিত

মোঃ সাবিউদ্দিন: ডিসেম্বর মাস আমাদের মহান বিজয়ের মাস। এ মাসটি জাতীয় জীবনে অপরিসীম গুরুত্ব ও তাৎপর্যমণ্ডিত। কেননা ১৯৭১ সালের এই ডিসেম্বরে দীর্ঘ নয় মাসের সশস্ত্র সংগ্রামে লাখো শহীদের আত্মদান আর কোটি মানুষের অশ্রু বিসর্জনের মাধ্যমে বাঙালি জাতি বিজয়ের গৌরব অর্জন করেছে। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটেছে।

বাঙালি জাতি পেয়েছে বীরের খেতাব। বিশ্বে হয়েছে অনন্য। মুক্তিযুদ্ধের তৎকালীন প্রসঙ্গ, যুদ্ধ জয়ের স্মৃতি, বিজয়ের গৌরব গাঁথা চমৎকারভাবে ফুটে উঠেছে একজন দেশ প্রেমিক আসিফ রানা সোহাগের ‘রক্তঝরা ডিসেম্বর’ কবিতা লিখনীতে।

কবিতা: রক্তঝরা ডিসেম্বর

লেখক: আসিফ রানা সোহাগ

রক্তঝরা নয় মাস,

বাঙালি মায়ের সর্বনাশ।

লাখো শহীদের মন কাঁদে,

আজও আমার মায়ের বুক বাধে।

ঘাতকের গুলির শব্দে মায়ের লাগে ভয়,

লাখো শহীদ খোকা মায়ের সাথে আজও কথা কয়।

মায়ের বুক খালি করে খোকা হলো লাশ,

বাবার রক্তে মিশে তাজা ঘাস।

সেই কালো রাতে খোকার রক্তে ভিজে দিল মায়ের হাত,

ভয় করি না মাগো আমরা বীর শহীদের জাত।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক ফুলবাড়ীয়া সংবাদ
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!